Type Here to Get Search Results !

বার্সার জয়ের দিনে মেসির দুই রেকর্ড

দীপ্তমান বিডি ডেক্স: গতকাল শনিবার রাতে লা লিগার নবাগত দল জিরোনাকে ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দলের এই সহজ জয়ের দিনে দারুণ দুটি রেকর্ড করেছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। স্পেনের ৩৬টি ক্লাaবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েন মেসি। তিনটি বাদে স্পেনের শীর্ষ লিগে খেলা এখন পর্যন্ত মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। তিনটি ক্লাবের মধ্যে কাদিস আছে দ্বিতীয় সারির লিগে, রিয়াল মুর্সিয়া তৃতীয় সারি ও হেরেস চতুর্থ সারির লিগে আছে। এদিনের ম্যাচে আরো একটি রেকর্ড করেছেন মেসি, লা লিগায় সবচেয়ে বেশিবার অ্যাসিস্ট করার। গতকাল সতীর্থ লুইজ সুয়ারেজকে অ্যাসিস্ট করার মাধ্যমে তার মোট অ্যাসিস্ট দাঁড়ায় ১৪৮টি। লা লিগার টুইটারে জানানো হয়, গোল করানোর দিক থেকে এই লিগে রেকর্ড করেছেন মেসি। অবশ্য গত সপ্তাহেই মেসি রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার মাইকেল ওয়েনের রেকর্ডে ভাগ বসিয়েছেন। দুজনের অ্যাসিস্ট ছিল ১৪৭টি। জিরোনার বিপক্ষে ম্যাচের পাঁচ মিনিটে সুয়ারেজকে অ্যাসিস্টের মাধ্যমে মাইকেল ওয়েনকে ছাড়িয়ে যান বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। মেসির রেকর্ডের দিনে আলো ছড়িয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজও। ২০১৬ সালের আগস্টের পর আবারও বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন এই তারকা। দুটি গোলেও অ্যাসিস্ট করেছেন তিনি। গতকাল ম্যাচে জয়ের পর লা লিগায় টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা।
বিভাগ