Type Here to Get Search Results !

চুল স্ট্রেট করার ক্ষতিকর দিকগুলো জেনে নিন


দীপ্তমান বিডি ডেক্স: চুল নিয়ে নানা কায়দা, কার না ভালো লাগে বলুন। প্রতিদিন যদি নতুন নতুন লুক দেওয়া যায় শুধুমাত্র হেয়ারস্টাইল বদলেই তাহলে খারাপ কি? কেউ চুল কার্লি করছেন, তো কেউ স্ট্রেট৷ কিন্তু জানেন কি হেয়ার স্ট্রেট করাতে গিয়ে কতটা ক্ষতি হচ্ছে আপনার চুলের? না জানলে একবার চোখ বুলিয়ে নিন নিচের লেখাতে-
১) চুল স্ট্রেট করিয়ে নিয়মিত যত্ন নিলেও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারে চুল সহজেই ভেঙে যায়৷
২) চুলের স্বাভাবিক যে তেল তা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, যার ফলে চুল শুষ্ক হতে শুরু করে এবং ডালনেস চলে আসে৷
৩) চুল শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে ফ্রিজিনেস চলে আসে৷
৪) চুলের রক্ষণাবেক্ষনের জন্য যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় তার থেকে ফরম্যালডিহাইড গ্যাস বের হয় বলে জানা যায়৷ এর থেকে ত্বকের ক্ষতি হতে পারে৷
৫) স্কিন অ্যালার্জি হলে তার থেকে স্ক্যাল্প ইরিটেশনও হতে পারে৷ আর তার পাশাপাশি পড়ে যেতে পারে চুল৷
তাই চুলকে প্রাণভরে নিঃশ্বাস-প্রশ্বাস নিতে দিন এবং ক্ষতিকারক কেমিক্যাল এবং ঘন ঘন স্ট্রেটনিং-এর হাত থেকে রক্ষা করুন৷